প্রকাশিত: Wed, Dec 13, 2023 11:49 PM
আপডেট: Tue, Jul 1, 2025 7:59 AM

[১]ভারতে লোকসভায় দুই অনুপ্রবেশকারীর তাণ্ডব [২]ছুঁড়লো রঙ বোমা, ধোঁয়াচ্ছন্ন অধিবেশন চেম্বার

ইকবাল খান: [৩] নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার গ্যালারিতে প্রবেশ করে দুই যুবক। আনন্দবাজার জানায়, তাদের সঙ্গে ছিল স্মোক ক্যানিস্টার বা রংবোমা। দুপুর ১টার পর পরই গ্যালারি থেকে চেম্বারের ভিতর ঝাঁপিয়ে পড়েন ওই দুই যুবক। স্মোক ক্যানিস্টার ছুঁড়েন। এমপিরা আসন ছেড়ে উঠে পড়েন। নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। 

[৪] প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলাকারীরা হলুদ রঙের গ্যাস জাতীয় পদার্থ সভায় ছড়িয়ে দিচ্ছিলেন। এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চে লাফিয়ে লাফিয়ে ধোঁয়া ছড়াচ্ছিলেন তাঁরা। সেগুলিকে ‘রং বোমা’ বলে দাবি করা হচ্ছে। গ্যাস দেখে সভায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ধোঁয়া বিষাক্ত হতে পারে, সেই আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েন এমপিরা। হামলাকারীরা ‘একনায়কতন্ত্র চলবে না’ বলে স্লোগান দিচ্ছিলেন বলে অভিযোগ। ধরা পড়ে যাওয়ার পরেও হামলাকারীদের স্লোগান দিতে দিতে সভা থেকে বেরিয়ে যেতে দেখা যায়।

[৫] এনডিটিভি জানায়, দুই যুবক চিৎকার করে বলছিলেন, ‘একনায়কতন্ত্র চলবে না’। লোকসভার পরিবহন ভবনের সামনে থেকে আরও দু’জনকে পুলিশ আটক করেছে। তাদের মধ্যে এক জন মহিলাও ছিলেন। তারাও একই ধরনের স্লোগান দিচ্ছিলেন।

[৬] লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী এ প্রসঙ্গে বলেন, দু’জন গ্যালারি থেকে হঠাৎ ঝাঁপিয়ে পড়েন। তাঁদের হাতে কিছু ছিল। হলুদ রঙের গ্যাস বেরোচ্ছিল তা থেকে। এমপিরাই তাঁদের ধরে ফেলেন। পরে নিরাপত্তারক্ষীরা হামলাকারীদের ধরে বার করে আনেন। দুপুর ২টো পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়। 

[৭] আনন্দবাজার আরও জানায়, ওই দুইজনসহ ৬ জনকে আটক করা হয়েছে। ২২ বছর আগে পার্লামেন্টে হামলার স্মৃতি ফিরিয়ে দিয়েছে বুধবারের ঘটনা। পার্লামেন্টের নিরাপত্তা ব্যবস্থায় ফাটল নিয়ে আবারও বড় প্রশ্ন দেখা দিয়েছে। ২০০১ সালের ১৩ ডিসেম্বর পার্লামেন্টে সন্ত্রাসী হামলা হয়েছিল।

[৮] হামলাকারীর এক জন মহারাষ্ট্রের অমল শিন্ডে। অন্য জন হরিয়ানার নীলম সিংহ। দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন সাগর শর্মা নামে এক জন। তিনিই পুরো ঘটনায় ‘নেতৃত্ব’ দিচ্ছিলেন বলে অভিযোগ। একাধিক প্রতিবেদনে প্রকাশ, সাগর একটি ভিজিটর পাস জোগাড় করেন বিজেপি এমপি প্রতাপ সিমহার অতিথি বলে। তাঁরই সঙ্গে নীলম কৌর নামে আরও এক জন পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব